Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন (ডাকসু)তে ভরাভুবি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের। ডাকসুর ২৮টি পদের বিপরীতে একটি পদেও তারা জিততে পারেনি। অন্যদিকে ভিপি, জিএস, এজিএসসহ ২৩পদে জয় পেয়েছে ইসলামি ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। ছাত্রদলের এই পরাজয়ে শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

এক ফেসবুক পোস্টে ছাত্রদলের তিন শীর্ষ প্রার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে লেখেন, ‘আবিদ, হামিম ও মায়েদ, তোমাদের তিনজনের প্রতি আমার শুভকামনা আর দোয়া রইলো। তোমরা তিনজনেই যোগ্য প্রার্থী ছিলে। তোমরা হারো নাই, হেরেছে তোমাদের ন্যারেটিভ। ভুল ন্যারেটিভ নিয়ে ছাত্র-ছাত্রীদের কাছে যাওয়ার জন্যই এমন ভরাডুবি।

তিনি আরো লেখেন, রাজনীতিতে দলের চাইতে বেশী প্রয়োজন ন্যারেটিভ তৈরির ক্ষমতা। শেষ পর্যন্ত যারা শক্তিশালী ন্যারেটিভ তৈরি করতে পারে তারাই বিজয়ী হয়। ডাকসু নির্বাচনের ক্রেডিবিলিটি নিয়ে কথা বলে নিজেদের আশা করি আরো দুর্বল করবে না। ভোট দিয়েছে ছাত্র-ছাত্রীরাই। কাকে তারা ভোট দিয়েছে তারা জানে। তোমরা আসলে হারো নাই। জিতছো। তোমরা মুক্তিযুদ্ধের চেতনার ভোট টানতে চাইছো। পারছো তো। জগন্নাথ হলে জিতছো। এইটাই তো চাইছিলা।

নিজের দলের অপদার্থ স্ট্রাটেজিস্টদের বিরুদ্ধে দাড়াও। যারা সম্ভাবনার মৃত্যু ঘটায় ইন্ডিয়ার পানি পড়া খাইয়া। তোমাদের দল যতবার রাজাকার বলে চিক্কুর মারবে ততোবার তোমাদের এইভাবে ব্যালটে রায় দেয়া হবে। বাংলাদেশের অন্তরকে দেখতে শিখো। ওইখান থেকেই রাজনৈতিক ক্ষমতা উৎসরিত হয়।