Image description
 

ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি শর্টগান ও ২৪ রাউন্ড গুলি। সেগুলোর সঠিক কাগজ দেখাতে না পারায় এই দম্পতির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করবে পুলিশ।বুধবার সকালে ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক।এর আগে একইদিন ভোরে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজকে। পরে তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হয়। বর্তমানে তারা রাজধানীর মিন্টুরোডের ডিবি কার্যালয়ে আছেন। দুপুরের মধ্যে দুদকের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে তোলা হবে।

ডিবি প্রধান ঢাকা টাইমসকে বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে তাকে নজরদারিতে রাখছিলাম। সর্বশেষ মঙ্গলবার ভোরে সস্ত্রীক তাকে গ্রেপ্তার করি।’তিনি আরও বলেন, ‘মতিউরের বাড়ি থেকে পাওয়া শর্টগান ও ২৪ রাউন্ড গুলি ২০২১ সালের পর রিনিউ করা হয়নি। আবার সরকারের আদেশে সবাই অস্ত্র জমা দিলেও তিনি তা থানায় জমা দেননি। দুদকের মামলায় তাদের আদালতে পাঠানো হবে এবং অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা করবে।’রিমান্ডের বিষয়ে জানতে চাওয়া হলে রেজাউল করিম মল্লিক বলেন, ‘এটা নিয়ে ঊধ্বর্তনদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। দুপুরের আগেই আমরা তাদেরকে আদালত পাঠাবো।’এদিকে এনবিআরের সাবেক এই কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকে সাতটির বেশি মামলা রয়েছে। যাতে দুই স্ত্রী ও সন্তানদের আসামি করা হয়েছে। এনবিআরে থাকাকালে শতশত কোটি টাকার মালিক বনে যান মতিউর।

(ঢাকাটাইমস