Image description
 

রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে নীলক্ষেত থেকে বানানো নকল আইডি কার্ড ব্যবহার ঢাবিতে প্রবেশের চেষ্টার সময় দুইজনকে আটক করা হয়েছে।

 

সোমবার রাত ১২ টার দিকে তাদের আটক করে পুলিশ।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। হলের বাইরের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই কঠোর নিরাপত্তার মধ্যেই এই দুইজন ব্যক্তি জাল আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন।