জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর মুনাফার হার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। স্কিমের ধরন অনুযায়ী নতুন মুনাফার হার ১২ দশমিক ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত হতে পারে। নির্ধারিত মুনাফার হার বাড়ানোর পাশাপাশি মেয়াদ পূর্ণ হওয়ার আগে সঞ্চয়পত্র নগদায়ন বা ভাঙলেও মুনাফার হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানোর সুপারিশ করে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) একটি সুপারিশ পাঠানো হয়েছে। সেখানেই মেয়াদপূর্তির আগে সঞ্চয়পত্র নগদায়নের মুনাফার হার বাড়ানোর সুপারিশও করা হয়েছে। অর্থ বিভাগের তৈরি এ প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অর্থ বিভাগের সুপারিশে নতুন মুনাফার হার ১ জানুয়ারি থেকে কার্যকর করতে বলা হয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকেও ১ জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের বাড়তি নতুন মুনাফা কার্যকর করার লক্ষ্যে কার্যক্রম চালানো হচ্ছে। কোন সঞ্চয়পত্রের মুনাফা কত হবে তা নির্ধারণ করে শিগগির অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হবে। যদি ১ জানুয়ারি থেকে নতুন মুনাফার হার কার্যকর হয়, তাহলে যারা ১ জানুয়ারি বা তার পরে সঞ্চয়পত্র কিনবেন তারা নতুন হারের মুনাফা পাবেন। আর ১ জানুয়ারির আগে যাদের সঞ্চয়পত্র কেনা আছে, তারা আগের হারেই পাবেন মুনাফা।
অর্থ বিভাগ যে সুপারিশ করেছে, সেখানে বিনিয়োগকারীদের দুটি ধাপ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ৭ লাখ ৫০ হাজার টাকার নিচের বিনিয়োগকারী। দ্বিতীয় ধাপটি হলো ৭ লাখ ৫০ হাজার টাকার ওপরের বিনিয়োগকারী। বর্তমানে বিনিয়োগকারীদের ১৫ লাখ টাকা, ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা এবং ৩০ লাখ ১ টাকার বেশি এই তিন ধাপ রয়েছে।
অর্থ বিভাগ থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণে যে সুপারিশ করেছে তা নিয়ে আমরা কাজ করছি। শিগগির মুনাফার হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন হার যেদিন থেকে কার্যকর হবে, সেদিন বা তার পরে যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন তারাই বাড়তি হারে মুনাফা পাবেন
অর্থ বিভাগের সুপারিশ অনুযায়ী, নতুন মুনাফার হার কার্যকর হওয়ার পর মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে ১০ দশমিক ১১ শতাংশ থেকে ১২ দশমিক ৪০ শতাংশ, ৩ মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্রে ১১ শতাংশ থেকে ১২ দশমিক ৩০ শতাংশ, পেনশনার সঞ্চয়পত্রে ১০ দশমিক ১১ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ, পরিবার সঞ্চয়পত্রে ১০ দশমিক ১১ শতাংশ থেকে ১২ দশমিক ৫০ শতাংশ এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে ১১ শতাংশ থেকে ১২ দশমিক ৩০ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যাবে।
বর্তমানে কার্যকর থাকা হার অনুযায়ী, মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়ন করা হলে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে ৮ দশমিক ৫৪ শতাংশ থেকে ১১ দশমিক ২৮ শতাংশ, ৩ মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্রে ৯ দশমিক শূন্য ৬ শতাংশ থেকে ১১ দশমিক শূন্য শতাংশ, পেনশনার সঞ্চয়পত্রে ৮ দশমিক ৮৭ শতাংশ থেকে ১১ দশমিক ৭৬ শতাংশ, পরিবার সঞ্চয়পত্রে ৮ দশমিক ৬৬ শতাংশ থেকে ১১ দশমিক ৫২ শতাংশ এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে ৯ দশমিক ৩১ শতাংশ থেকে ১১ দশমিক ২৮ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যায়।
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র
বর্তমানে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর নির্ধারণ করা হারে সঞ্চয়পত্রের মুনাফা পাচ্ছেন বিনিয়োগকারীরা। ২০২১ সালে নির্ধারণ করা হার অনুযায়ী- প্রথম ধাপের বিনিয়োগকারীরা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছর ৯ দশমিক ৩৫ শতাংশ, দ্বিতীয় বছরে ৯ দশমিক ৮০ শতাংশ, তৃতীয় বছরে ১০ দশমিক ২৫ শতাংশ, চতুর্থ বছরে ১০ দশমিক ৭৫ শতাংশ এবং পঞ্চম বছরে ১১ দশমিক ২৮ শতাংশ হারে মুনাফা পাচ্ছেন বিনিয়োগকারীরা।
নতুন মুনাফার হার কার্যকর করার জন্য অর্থ বিভাগ যে সুপারিশ করেছে, সেখানে প্রথম ধাপের বিনিয়োগকারীরা পাঁচ বছর বাংলাদেশ সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ১০ দশমিক ১৩ শতাংশ, দ্বিতীয় বছরে ১০ দশমিক ৬৪ শতাংশ, তৃতীয় বছরে ১১ দশমিক ১৯ শতাংশ, চতুর্থ বছরে ১১ দশমিক ৭৮ শতাংশ এবং পঞ্চম বছরে ১২ দশমিক ৪০ শতাংশ হারে মুনাফা পাবেন।
দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছর ৮ দশমিক ৫৪ শতাংশ, দ্বিতীয় বছরে ৮ দশমিক ৯৫ শতাংশ, তৃতীয় বছরে ৯ দশমিক ৩৬ শতাংশ, চতুর্থ বছরে ৯ দশমিক ৮২ শতাংশ এবং পঞ্চম বছরে ১০ দশমিক ৩০ শতাংশ হারে মুনাফা পাচ্ছেন বিনিয়োগকারীরা।
নতুন মুনাফার হার কার্যকর করার জন্য অর্থ বিভাগ যে সুপারিশ করেছে, সেখানে দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছর ১০ দশমিক ১১ শতাংশ, দ্বিতীয় বছর ১০ দশমিক ৬২ শতাংশ, তৃতীয় বছর ১১ দশমিক ১৭ শতাংশ, চতুর্থ বছর ১১ দশমিক ৭৫ শতাংশ এবং পঞ্চম বছর ১২ দশমিক ৩৭ শতাংশ হারে মুনাফা নির্ধারণ করা হয়েছে।
৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র
বর্তমানে প্রথম ধাপের বিনিয়োগকারীরা তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ১০ শতাংশ, দ্বিতীয় বছরে ১০ দশমিক ৫০ শতাংশ এবং তৃতীয় বছরে ১১ দশমিক শূন্য ৪ শতাংশ হারে মুনাফা পাচ্ছেন বিনিয়োগকারীরা। নতুন মুনাফার হার কার্যকর হলে প্রথম ধাপের বিনিয়োগকারীরা এই সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ১১ দশমিক শূন্য ৪ শতাংশ, দ্বিতীয় বছরে ১১ দশমিক ৬৫ শতাংশ এবং তৃতীয় বছরে ১২ দশমিক ৩০ শতাংশ হারে মুনাফা পাবেন।
সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানোর নেতিবাচক দিক হচ্ছে এর ফলে সুদের ব্যয় আরও বাড়বে। কারণ আমাদের মোট সুদ ব্যয়ের প্রায় দুই তৃতীয়াংশ অভ্যন্তরীণ ঋণের সুদ ব্যয়। তার মধ্যে সিংহভাগ হচ্ছে সঞ্চয়পত্রের সুদ।-বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন
অপরদিকে দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৯ দশমিক শূন্য ৬ শতাংশ, দ্বিতীয় বছরে ৯ দশমিক ৫১ শতাংশ এবং তৃতীয় বছরে ১০ শতাংশ হারে মুনাফা পাচ্ছেন। নতুন মুনাফার হার কার্যকর হলে দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা এই সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ১১ শতাংশ, দ্বিতীয় বছরে ১১ দশমিক ৬১ শতাংশ এবং তৃতীয় বছরে ১২ দশমিক ২৫ শতাংশ হারে মুনাফা পাবেন।
পেনশনার সঞ্চয়পত্র
প্রথম ধাপের বিনিয়োগকারীরা পেনশনার সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৯ দশমিক ৭০ শতাংশ, দ্বিতীয় বছরে ১০ দশমিক ১৫ শতাংশ, তৃতীয় বছরে ১০ দশমিক ৬৫ শতাংশ, চতুর্থ বছরে ১১ দশমিক ২০ শতাংশ এবং পঞ্চম বছরে ১১ দশমিক ৭৬ শতাংশ হারে মুনাফা পাচ্ছেন।
নতুন মুনাফার হার কার্যকর হলে প্রথম ধাপের বিনিয়োগকারীরা এই সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ১০ দশমিক ২৩ শতাংশ, দ্বিতীয় বছরে ১০ দশমিক ৭৫ শতাংশ, তৃতীয় বছরে ১১ দশমিক ৩১ শতাংশ, চতুর্থ বছরে ১১ দশমিক ৯১ শতাংশ এবং পঞ্চম বছরে ১২ দশমিক ৫৫ শতাংশ হারে মুনাফা পাবেন।
দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা পেনশনার সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৮ দশমিক ৮৭ শতাংশ, দ্বিতীয় বছরে ৯ দশমিক ২৮ শতাংশ, তৃতীয় বছরে ৯ দশমিক ৭৪ শতাংশ, চতুর্থ বছরে ১০ দশমিক ২৪ শতাংশ এবং পঞ্চম বছরে ১০ দশমিক ৭৫ শতাংশ হারে মুনাফা পাচ্ছেন।
নতুন মুনাফার হার কার্যকর হলে দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা এই সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ১০ দশমিক ১১ শতাংশ, দ্বিতীয় বছরে ১০ দশমিক ৬২ শতাংশ, তৃতীয় বছরে ১১ দশমিক ১৭ শতাংশ, চতুর্থ বছরে ১১ দশমিক ৭৫ শতাংশ এবং পঞ্চম বছরে ১২ দশমিক ৩৭ শতাংশ হারে মুনাফা পাবেন।
পরিবার সঞ্চয়পত্র
প্রথম ধাপের বিনিয়োগকারীরা পরিবার সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৯ দশমিক ৫০ শতাংশ, দ্বিতীয় বছরে ১০ শতাংশ, তৃতীয় বছরে ১০ দশমিক ৫০ শতাংশ, চতুর্থ বছরে ১১ শতাংশ এবং পঞ্চম বছরে ১১ দশমিক ৫২ শতাংশ হারে মুনাফা পাচ্ছেন।
নতুন মুনাফার হার কার্যকর হলে প্রথম ধাপের বিনিয়োগকারীরা এই সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ১০ দশমিক ২০ শতাংশ, দ্বিতীয় বছরে ১০ দশমিক ৭২ শতাংশ, তৃতীয় বছরে ১১ দশমিক ২৮ শতাংশ, চতুর্থ বছরে ১১ দশমিক ৮৭ শতাংশ এবং পঞ্চম বছরে ১২ দশমিক ৫০ শতাংশ হারে মুনাফা পাবেন।দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা পেনশনার সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৮ দশমিক ৬৬ শতাংশ, দ্বিতীয় বছরে ৯ দশমিক ১১ শতাংশ, তৃতীয় বছরে ৯ দশমিক ৫৭ শতাংশ, চতুর্থ বছরে ১০ দশমিক শূন্য ৩ শতাংশ এবং পঞ্চম বছরে ১০ দশমিক ৫০ শতাংশ হারে মুনাফা পাচ্ছেন।
নতুন মুনাফার হার কার্যকর হলে দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা এই সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ১০ দশমিক ১১ শতাংশ, দ্বিতীয় বছরে ১০ দশমিক ৬২ শতাংশ, তৃতীয় বছরে ১১ দশমিক ১৭ শতাংশ, চতুর্থ বছরে ১১ দশমিক ৭৫ শতাংশ এবং পঞ্চম বছরে ১২ দশমিক ৩৭ শতাংশ হারে মুনাফা পাবেন।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট
প্রথম ধাপের বিনিয়োগকারীরা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ১০ দশমিক ২০ শতাংশ, দ্বিতীয় বছরে ১০ দশমিক ৭০ শতাংশ এবং তৃতীয় বছরে ১১ দশমিক ২৮ শতাংশ হারে মুনাফা পাচ্ছেন। নতুন মুনাফার হার কার্যকর হলে প্রথম ধাপের বিনিয়োগকারীরা এই সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ১১ দশমিক শূন্য ৪ শতাংশ, দ্বিতীয় বছরে ১১ দশমিক ৬৫ শতাংশ এবং তৃতীয় বছরে ১২ দশমিক ৩০ শতাংশ হারে মুনাফা পাবেন।
দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ৯ দশমিক ৩১ শতাংশ, দ্বিতীয় বছরে ৯ দশমিক ৭৭ শতাংশ এবং তৃতীয় বছরে ১০ দশমিক ৩০ শতাংশ হারে মুনাফা পাচ্ছেন। নতুন মুনাফার হার কার্যকর হলে দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা এই সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে ১১ শতাংশ, দ্বিতীয় বছরে ১১ দশমিক ৬১ শতাংশ এবং তৃতীয় বছরে ১২ দশমিক ২৫ শতাংশ হারে মুনাফা পাবেন।
যোগাযোগ করা হলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, অর্থ বিভাগ থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণে যে সুপারিশ করেছে তা নিয়ে আমরা কাজ করছি। শিগগির মুনাফার হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন হার যেদিন থেকে কার্যকর হবে, সেদিন বা তার পরে যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন তারাই বাড়তি হারে মুনাফা পাবেন। আর যারা আগেই সঞ্চয়পত্র কিনে রেখেছেন, তারা আগের হারে মুনাফা পাবেন।
যোগাযোগ করা হলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন জাগো নিউজকে বলেন, ‘সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানোর নেতিবাচক দিক হচ্ছে এর ফলে সুদের ব্যয় আরও বাড়বে। কারণ আমাদের মোট সুদ ব্যয়ের প্রায় দুই তৃতীয়াংশ অভ্যন্তরীণ ঋণের সুদ ব্যয়। তার মধ্যে সিংহভাগ হচ্ছে সঞ্চয়পত্রের সুদ।’তিনি বলেন, ‘যারা নতুন সঞ্চয়পত্র কিনবেন শুধু তারা যদি বাড়তি সুদ পান, তাহলে হয়তো তাৎক্ষণিক বোঝাটা অত বাড়বে না। কিন্তু পুরাতনগুলো যখন নবায়ন হবে, তখন তো তারাও বাড়তি হারে মুনাফা পাবেন।’