Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের উত্তাপ এখন ক্যাম্পাসজুড়ে। আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। এ সময়ে প্রার্থী ও ভোটাররা নানা ধরনের কাজের মাধ্যমে আলোচনায় আসছেন।

এবার নির্বাচনের প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান। যিনি ফারহান সাদিক নামেও পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই তার ভিডিও ভাইরাল হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

ভিডিওটি ২ মিনিট ৫ সেকেন্ডের, যেখানে দেখা যায় তিনি ভিপি এবং অন্যান্য পদে দাঁড়ানো প্রার্থীদের লিফলেট দেখাচ্ছেন এবং বলছেন, ‘ভোট তাকেই দিবেন।’ এছাড়াও ভিডিওতে প্রার্থীদের পরিচয় ও বিভিন্ন বৈশিষ্ট্য সংক্ষেপে তুলে ধরা হয়েছে। এটি শিক্ষার্থীদের মধ্যে হাস্যরসের পাশাপাশি নির্বাচনী আগ্রহও তৈরি করেছে।

লিলিপুট ফারহানের এ কনটেন্ট সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক শিক্ষার্থী মন্তব্য করেছেন এবং ভিডিওটি নিয়ে নানা মজার প্রতিক্রিয়া প্রকাশ করছেন। জোবায়ের ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘ভাইয়া যে জিলাপি দিবে তাকে ভোট দিয়েন। ফাতেমা ওবামা আপু, সাদিক কায়েম, আবিদ ভাই সবাইকে একসঙ্গে ভোট দিলে বেশি সওয়াব হবে বেশি করে জিলাপি খাওয়া হবে।’

তার ভিডিওটি ডাকসুর ভিপি প্রার্থী ওমামা ফাতেমা শেয়ার করে লিখেছেন, ‘ডাকসু নিয়ে সবাই সিরিয়াস। আমি একটু নিজেরে নিয়ে মজা দেখলাম। আমি ভোটার হলেও মনে হয় একি কৌশল নিতাম। ভোটটা কিন্তু দিয়েন বন্ধুরা।’ 

প্রসঙ্গত, লিলিপুট ফারহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার হাস্যরসাত্মক ও চিন্তাশীল ভিডিওর মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার ফেসবুক পেজে ১.৪ মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছেন।