আমান আব্দুল্লাহ (Aman Abdullah)
শেখ বংশের চুন্নী এবং মজু গুন্ডার আরেক উপযুক্ত নাতনী টিউলিপ সিদ্দিককে ব্রিটিশ মিডিয়ায় বুঙ্গানো অব্যাহত রয়েছে।
আজকে দি গার্ডিয়ানে একটা নতুন নিউজ এসেছে, Charities call for Tulip Siddiq's resignation from anti-corruption role. অর্থ্যাৎ, দাতব্য সংস্থাগুলা দুর্নীতিদমনের পদ থেকে টিউলিপি সিদ্দিকের পদত্যাগ চায়।
বিবিসিতে নতুন নিউজ এসেছে, Siddiq urged to step back from anti-corruption duties, অর্থ্যাৎ দুর্নীতি দমনের পদ থেকে সিদ্দিক চুরাকে নামানোর দাবী।
ফিনান্সিয়াল টাইমসের গতকালকের খবর, Why hasn't Tulip Siddiq been sacked? কেন টিউলিপ সিদ্দিককে ঘাড় ধরে বের করে দেয়া হচ্ছে না?
স্কাই নিউজের গতকালকের খবর, What allegations is Tulip Siddiq facing over links to ex-Bangladesh PM Sheikh Hasina? অর্থ্যাৎ, সাবেক বাংলাদেশী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার জন্য কোন অভিযোগগুলোর মুখোমুখি হচ্ছে টিউলিপ সিদ্দিক।
সবমিলে পুরা বিষয়টা যেভাবে একটা আন্তর্জাতিক স্ক্যান্ডালে রুপ নিয়েছে, এটা অত্যন্ত আনন্দদায়ক বিষয়। আলহামদুলিল্লাহ। আল্লাহর মাইর, দুনিয়ার বাইর।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, শাড়ি তুলে পালিয়ে যাওয়ার পর হাসিনার বাসায় (গণভবনে) টিউলিপের নির্বাচনী পোস্টার পাওয়া গেছে। (অথচ টিউলিপ সবসময় আওয়ামীলীগ সরকারের সাথে তার সম্পর্ক অস্বীকার করে আসতেছে)
সব মিডিয়াতে যেভাবে তাকে লেংটা করা হচ্ছে, এর দশভাগের একভাগ অভিযোগ প্রকাশ হলে যে কোন সাদা চামড়ার এমপি এতোদিনে পদত্যাগ করে পালিয়ে যেতো। কিন্তু মাশাআল্লাহ এই চুন্নিটা শেখ বংশের নাম রাখতেছে। জুতা দিয়ে পিটাইলেও এসব মানীর মান যায় না। সুতরাং এ আরো নিচে নামতেই থাকবে।