পরিবার পরিকল্পনার নামে মানুষ জন্মের হার কমতে কমতে আমাদের দেশে যে পর্যায় আসছে। প্রেডিকশন বলছে, আর ১০-১৫ বছর পরে আমাদের দেশেই ক্রাইসিস তৈরি হবে দেশ চালানোর মতো মানুষ পাওয়া যাবে না। বুড়ো দিয়ে ভরে যাবে দেশ।সম্প্রতি এক প্রশ-উত্তর পর্বের আলোচনায় ে কথা জানান জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।তিনি বলেন, আপনি ইতালিসহ পৃথিবীর সমস্ত উন্নত দেশে যান একটাও উন্নত দেশ আপনি খুঁজে পাবেন না যেই দেশে যেই পরিমাণ মানুষ দরকার সেই পরিমাণ মানুষ জন্ম হয়। প্রত্যেকটা দেশে ক্রাইসিস চলছে। প্রত্যেকটা দেশে গভর্নমেন্ট দেখবেন একটা ছেলে হলে প্রণোদনা দেন ধরেন ২০০ ডলার, দুইটা ছেলে হলে ধরা যাক ৫০০ ডলার, ৩টা হলে ৭০০ ডলার। সন্তান যত জন্ম দিবে তত পুরস্কার দিবেন। এই লোকগুলাই একসময় বলেছিল ছেলে হোক আর মেয়ে হোক দুইটাই যথেষ্ট। একটা হলে আরও ভাল হয়।
তিনি আরো বলেন, ওরা ধরা খাইয়া যে জায়গায় আসছে, আমরা এখন শুরু করেছি। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল শুরু হয়েছে।শায়খ আহমাদুল্লাহ বলেন, ওরা ট্রান্সজেন্ডার মতবাদকে কবর দিচ্ছে। পশ্চিমের অভিভাবকরা রাস্তায় রাস্তায় বের হচ্ছে। সমকামিতা বৈধতা দিয়ে তাঁদের সমাজকে ধ্বংস করা হয়েছে। ইলন মাস্কের মতো লোক বলছে তার ছেলেকে খুন করা হয়েছে এই মতবাদ দিয়ে। ছেলে ট্রান্সজেন্ডার মতবাদে প্রভাবিত হয়ে মেয়ে হয়ে তিনি মনে করছেন তার ছেলেকে খুন করা হয়েছে।আহমাদুল্লাহ আরো জানান, ইলন মাস্ক আজকে এফেক্টেড হয়ে আজকে তার সমস্ত সম্পদ, সমস্ত শক্তি দিয়ে ডোনাল্ড ট্রাম্পর নির্বাচনে তাঁকে জয়ী করে আজকে তার সেই মিশন নিয়ে দুনিয়ার সামনে অগ্রসর হচ্ছেন।শায়খ আহমাদুল্লাহ হতাশা নিয়ে বলেন, আমাদের অভিভাবকরা ধ্বংস হওয়ার আগে যেন আমাদের হুঁশ ফিরে আসে আমরা পশ্চিমাদের সবকিছু গ্রহণ না করি। তাদের অনেক ভালো ভালো জিনিস আছে আমরা সেগুলো অবশ্যই গ্রহণ করব, কিন্তু সব কিছু নয়।