Image description

আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় খালাস পাওয়ার পর কারামুক্তিতে আর বাধা নেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের। এখনো মুক্তি না পেলেও কারাগার থেকে তিনি জানিয়েছেন, কাউকে যেন এভাবে আর হয়রানি না করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে বাবরের বরাত দিয়ে এ তথ্য জানান তারর আইনজীবী শিশির মনির।

বাবরের আইনজীবী বলেন, ‘তিনি (বাবর) জেল থেকে বলেছেন যে, তাকে এইভাবে রাজনৈতিকভাবে হেনস্তা করার প্রধান কারণ ছিল, তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত একজন মন্ত্রী ছিলেন। তিনি (বাবর) আমাকে জেল থেকে বলেছেন, সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল, তিনি খুব অ্যাকটিভ মিনিস্টার ছিলেন, সব কাজের সঙ্গে জড়িত ছিলেন। এই জন্য তৎকালীন প্রধানমন্ত্রী তাকে অনেক বেশি কাজ করার ক্ষেত্রে রিলাই করতেন এবং নির্ভর করতেন। এই নির্ভরতার কারণেই তার জীবনে এই দুর্যোগ নেমে এসেছিল।’