Image description

পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)-এর সদস্য মীর কাদিরের বুম কেড়ে নেওয়া ও ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে সাংবাদিকদের 'কুলাঙ্গার' বলার পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় শাখা ছাত্রদলের সকল কর্মসূচির কভারেজ বয়কটের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাবি প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন ও সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশন এক যৌথ বিবৃতিতে পৃথক দুই ঘটনার প্রতিবাদ জানান। এ ঘটনায় জড়িতদের সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে দায়সারা বক্তব্য দেওয়ায় ক্যাম্পাসে কর্মরত সকল সাংবাদিক ছাত্রদলের প্রোগ্রাম বর্জনের ঘোষণা দিয়েছেন।

 

যৌথ বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, গত ৩১ আগস্ট দুপুরে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে সংঘটিত ঘটনায় রাবিসাসের সাংগঠনিক সম্পাদক ও ডিবিসি নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মীর কাদির সরাসরি সম্প্রচার (লাইভ) করছিলেন। এক পর্যায়ে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের বক্তব্য নিতে গেলে ছাত্রদলের শাহ মখদুম হলের সাংগঠনিক সম্পাদক তানসিমুর রহমান কাদিরের হাত থেকে বুম কেড়ে নেন। এছাড়া, শাখা ছাত্রদলের আজকের (২ সেপ্টেম্বর) বিক্ষোভ কর্মসূচিতে যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষার বক্তব্য চলাকালীন পাশ থেকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সাংবাদিকদের 'কুলাঙ্গার সাংবাদিক' বলেন, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে রাবি প্রেসক্লাব।

 

এমন কর্মকাণ্ডে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বুম কেড়ে নেওয়ার ঘটনায় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীকে বিষয়টি জানালেও সংগঠনটি এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। বরং আজ দুই দফা দায়সারা বিবৃতি দিয়ে জড়িত ছাত্রদল নেতাকে আড়াল করার নোংরা চেষ্টা করেছে। একজন সাংবাদিককে হেনস্তার ঘটনাকে আড়াল করার মানে হলো ছাত্রদল নিজেই এ কর্মকাণ্ডকে প্রশ্রয় দিচ্ছে এবং প্রাতিষ্ঠানিকভাবে সাংবাদিক নির্যাতনকে বৈধতা দিচ্ছে। সাংবাদিকের ওপর এ ধরনের হেনস্তা সরাসরি গণমাধ্যমের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ। প্রেসক্লাব স্পষ্ট জানিয়ে দিয়েছেড়এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ক্যাম্পাসে কর্মরত সকল সাংবাদিক শাখা ছাত্রদলের সকল কর্মসূচি কভারেজ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন।

 

বার্তা প্রেরক-

আবু ছালেহ শোয়েব

প্রচার ও প্রকাশনা সম্পাদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব