বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘শেখ হাসিনা সরকার পতনের পর ৭২-এর সংবিধানের প্রয়োজনীয়তা নেই। এখন কিছু দলের নেতার সংবিধানপ্রীতি বেড়েছে। তারা চাঁদাবাজি ও লুটপাট করছেন।’
মঙ্গলবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাঁচপুরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে পথসভা ও গণসংযোগে এসব কথা বলেন তিনি।
পুলিশকে উদ্দেশ করে হাসনাত বলেন, ‘ফ্যাসিবাদী আমলের সব পুলিশ এখনো বহাল। পুলিশের মামলা বাণিজ্য অব্যাহত রয়েছে।’
গণসংযোগ ও পথসভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, মুখপাত্র আরেফীন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ, শওকত আলী, তামিম আহমেদ।