
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল হাসপাতালে গিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। আজ ১ সেপ্টেম্বর (সোমবার) নিজের ফেসবুক একাউন্টে এক পোস্ট শেয়ার করে তিনি এ তথ্য জানান।
অধ্যাপক আমানুল্লাহ পোস্টে লেখেন, ‘ডাক্তাররাই ফাইনাল সিদ্ধান্ত নিবেন কিন্তু নূরকে দেখে মনে হলো তাকে অবশ্যই বিদেশে চেকআপ করানো দরকার। মাথা, চোয়াল এবং মুখের বিভিন্ন নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে। নিজের সন্তানের মতো দেখে রাখি তবুও সেই ২০১৩ সাল থেকে ছেলেটাকে বারবার আঘাত করা হচ্ছে। প্রতিবাদ জানিয়ে রাখলাম।’
উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুরসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনার পর নুরকে দ্রুত উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।