Image description

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমানকে বিমানবন্দর আটকে দেওয়া হয়েছে। তাকে নামিবিয়া একটি ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।

রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। বিমান বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, রোববার বিকেল পাঁচটার ফ্লাইটে অফিসিয়াল কর্মসূচিতে অংশ নিতে তাঁর নামিবিয়া যাওয়ার কথা ছিল। এই অনুষ্ঠানে তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ১১জন কর্মকর্তা আমন্ত্রিত ছিলেন। বাকি ১০জন যেতে পারলেও তাকে ফেরত পাঠানো হয়েছে।

হাবিবুর রহমান ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে উঠার জন্য অপেক্ষায় ছিলেন। পরে ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত চলমান। এমন পরিস্থিতিতেত একটি গোয়েন্দা সংস্থা তার বিদেশ যাত্রা আটকে দেয়।

হাবিবুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরে বিগত সরকারের সময়ে- গভর্নর, ডেপুটি গভর্নর ও সরকারি-বেসরকারি ২৬ ব্যাংকের এমডি ও পরিচালকদের দুর্নীতি অনুসন্ধানে সম্প্রতি দুদককে চিঠি দিয়েছে অর্থমন্ত্রণালয়। এই তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।