দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস। প্রায় এক সপ্তাহ হতে চললেও দাবানলের গতি কমার লক্ষণ নেই। শহরে ছড়িয়ে পড়া ভয়াবহ এ দাবানল নিয়ন্ত্রণে আনতে ছড়ানো হচ্ছে গোলাপি রংয়ের গুঁড়া। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসে হাজার হাজার গ্যালন গুঁড়া ছিটানো হয়েছে।
বার্তা সংস্থা এপি জানায়, গোলাপি রংয়ের উপাদানটির নাম ফস-চেক। পেরিমিটার নামের একটি কোম্পানি এটা বিক্রি করে। আগুন নিয়ন্ত্রণে ১৯৬৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে ফস-চেকের ব্যবহার হয়ে আসছে।
ফস-চেক মূলত আগুনের চারপাশে স্প্রে করা হয়, যাতে এটি আগুনের গতিপ্রবাহ বন্ধ করতে পারে। এর উপাদানগুলোর মধ্যে রয়েছে ৮০ শতাংশ পানি, ১৪ শতাংশ সারজাতীয় লবণ এবং ৬ শতাংশ রঙিন ও ক্ষয় প্রতিরোধী উপাদান। এটি জ্বালানির তাপমাত্রা হ্রাস করে এবং অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়।
পেরিমিটার কোম্পানি পরামর্শ দিয়েছে, ফস-চেক যত দ্রুত সম্ভব পরিষ্কার করা উচিত। এই গুঁড়া যত শুকিয়ে যাবে, পুরোপুরি পরিষ্কার করা তত কঠিন হতে পারে। ছোট কোনও জায়গা থেকে গরম পানি ও অল্প ডিটারজেন্ট ব্যবহার করে এটা উঠিয়ে ফেলা যাবে। আর পৃষ্ঠটি বড় হলে পানির উচ্চচাপ ব্যবহার করে পরিষ্কার করতে হবে।
তবে ফস-চেকের ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে, এটা পরিবেশের জন্য ক্ষতিকর। এতে থাকা রাসায়নিক উপাদান কার্যকর নয়। জলাশয়ের মাছ মেরে ফেলে।