Image description

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে তৈরি একটি ভুয়া বা এআই-জেনারেটেড অডিও কল রেকর্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়; কৃত্রিমভাবে সৃষ্ট বা বিকৃত করা একটি কণ্ঠস্বর। যেকোনো সচেতন ব্যক্তি, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ সম্পর্কে অবগত, সহজেই বুঝতে পারবেন যে এটি তার কণ্ঠস্বর নয়।

"ইসমাইল চৌধুরী সম্রাট" নামের একটি ভুয়া ফেসবুক আইডিসহ বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রচারিত ২৫ সেকেন্ডের ওই অডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে এক অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের ভুয়া অডিও কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও বেআইনি। এতে সাধারণ মানুষের মধ্যে গুজব ছড়াচ্ছে এবং তারা প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। একইসঙ্গে ভুয়া অডিও রেকর্ড বা অন্য যেকোনো বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হচ্ছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।