
পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ অনুবিভাগ রাষ্ট্রাচারের প্রধান (চিফ অব প্রটোকল-সিপি) এ এফ এম জাহিদ-উল ইসলাম এবং সফর বিষয়ক উপ-প্রধান (ডিসিপি ভিজিট) স্বদীপ্ত আলমের আচমকা বদলি নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল তাদের বদলির অফিস আদেশ জারি হয়। ওই বদলি নিয়ে গুঞ্জন ছিল বুধবার দুপুর থেকে। বৃহস্পতিবার বিকাল অবধি সেগুনবাগিচায় দফায় দফায় মিটিং এবং পরবর্তী সিপি এবং ডিসিপি’র নাম চূড়ান্ত হওয়ার পর সন্ধ্যায় পৃথক আদেশ জারি করে মন্ত্রণালয়।
উল্লেখ্য, রাষ্ট্রাচার প্রধান ও উপ-প্রধানকে একইদিনে সরিয়ে দেয়ার ঘটনা সম্ভবত এটাই প্রথম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র মানবজমিনকে এটা নিশ্চিত করেছে, এই পরিবর্তন প্রধান উপদেষ্টার দপ্তরের নির্দেশনায় হয়েছে। এটা মন্ত্রণালয়ের স্বপ্রণোদিত সিদ্ধান্ত নয়। সফর সংশ্লিষ্ট রাষ্ট্রাচার অনুবিভাগের সমুদয় অফিসারকে সরিয়ে দিতে বুধবার প্রধান উপদেষ্টার দপ্তরের নির্দেশনা পান পররাষ্ট্র সচিব। তাৎক্ষণিক তা পররাষ্ট্র উপদেষ্টার নোটিশে আনা হয় এবং পরবর্তী সিপি এবং ডিসিপি ভিজিট নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়। গত মার্চে রাষ্ট্রাচার প্রধান হিসেবে এ এফ এম জাহিদ-উল ইসলাম এবং উপ-প্রধান (সফর) স্বদীপ্ত আলমের নিয়োগ হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক অফিস আদেশে যা বলা হয়েছে: মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধার স্বাক্ষরে চিফ অব প্রটোকল পদে পরিবর্তন সংক্রান্ত অফিস আদেশটি জারি হয়। ওই আদেশে সরিয়ে দেয়া রাষ্ট্রাচার প্রধান এ এফ এম জাহিদ-উল ইসলামকে মন্ত্রণালয়ের সাধারণ সেবার মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। আর আপাতত চিফ অব প্রটোকলের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মো. নুরুল ইসলামকে। সেই সঙ্গে আরও ক’জন মহাপরিচালকের দায়িত্বে পরিবর্তন এসেছে। বিশেষ করে মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র নিয়োগ হয়েছে। যৌথ ওই আদেশে বলা হয়- এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিম্নলিখিত কর্মকর্তাগণ তাদের নামের পাশে বর্ণিত দায়িত্ব পালন করবেন। আদেশ মতে, জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক শাহ্ আসিফ রহমানকে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব থেকে মুক্তি দেয়া হয়। এখন থেকে মহাপরিচালক, জনকূটনীতির দায়িত্ব পালন করবেন পাকিস্তান ফেরত মহাপরিচালক এস এম মাহবুবুল আলম। মিস্টার আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করবেন। মহাপরিচালক (পশ্চিম এশিয়া) মো. হুমায়ুন কবীরকে মহাপরিচালক (সাধারণ সেবা)’র অতিরিক্ত দায়িত্ব থেকে অবমুক্ত করা হয়। আদেশে বলা হয়, অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং জনস্বার্থে ওই অফিস আদেশ জারি করা হয় বলে উল্লেখ করা হয়।
নতুন ডিসিপি বেলাল, স্বদীপ্ত গেলেন পূর্ব এশিয়ায়: এদিকে ডিসিপি (ভিজিট)-এর বদলি সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেন পরিচালক (সংস্থাপন) নওরিদ শারমিন। ওই আদেশে নতুন ডিসিপি (ভিজিট) হিসাবে নিয়োগ পান মো. বেলাল হোসেন। তিনি এতদিন পরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত) হিসাবে দায়িত্ব পালন করছিলেন। আদেশমতে, বিদায়ী রাষ্ট্রাচার উপ-প্রধান (সফর) স্বদীপ্ত আলমকে পরিচালক পূর্ব এশিয়া ও প্রশান্ত অনুবিভাগের দায়িত্ব দেয়া হয়।