Image description
 

ব্যাংক চেক ছিনিয়ে নেয়ার মামলায় নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বা সিএমএম আদালত। বুধবার, সিএমএম ছয় নম্বর আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

২০২৪ সালের মার্চ মাসে, জোরপূর্বক ৯৮টি চেক ছিনিয়ে নেয়ার অভিযোগে ৩৪২/৩৪৮/৩৮৬/৫০৬/৩৪ ধারায় সাথীসহ মাইটিভির সাতজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন এক নারী। সিএমএম আদালতে করা মামলার নম্বর ২৩৫/২৫।

মামলার অন্যান্য আসামীদের মধ্যে রয়েছে, মাইটিভির সাবেক ক্রাইম রিপোর্টার এসকে লিটন, একই টেলিভিশনের ক্রাইম রিপোর্টার মজিবুর রহমান এবং টেলিভিশনটির অর্থ বিষয়ক পরিচালক সুলতানা রাজিয়াসহ আরো তিন জন।

 

বুধবার, শুনানিতে আসামীপক্ষের আইনজীবী ও মাইটিভির আইন উপদেষ্টা আবজাল হোসেন মৃধা পুনরায় সমনের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত ওই আবেদন খারিজ করে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, মামলার অভিযোগে ভুক্তভোগী নারী লেখেন, তাকে ও তার মাকে অফিসে জোরপূর্বক আটকে রেখে সিটি ব্যাংক এবং ব্যাংক এশিয়ার চেক ছিনিয়ে নেয় নাসির উদ্দিন সাথীসহ মামলায় উল্লেখিত আসামীরা। পরে, ওই নারীর থেকে তারিখবিহীন মোট ৯৮টি ব্ল্যাংক চেকে জোরপূর্বক স্বাক্ষর নেন নাসিরউদ্দিন সাথী ও তার গং।

 

এছাড়া, হত্যার হুমকি দিয়ে পরস্পর যোগসাজশে ছয়টি খালি স্ট্যাম্পপেপারে বাদী ও তার মায়ের স্বাক্ষর নেয় সাথী বাহিনী। মামলার অভিযোগে এমনটাও উল্লেখ করেন, ভুক্তভোগী নারী।

বর্তমানে, অন্য আরেকটি মামলায় কারাগারে আছেন নাসির উদ্দিন সাথী। যাত্রাবাড়ী থানায়, জুলাই আন্দোলনে নিহত আসাদুল হক বাবু হত্যা মামলায় গত ১৭ আগস্ট নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করার পর, রিমান্ড শেষে ২৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়। একই মামলায় গ্রেপ্তার হয়েছেন নাসিরউদ্দিনের ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি।