Image description

জার্মান সংবাদমাধ্যম ফ্রাংকফুর্টার আলগেমাইনে সাইটুং (FAZ) জানিয়েছে, সাম্প্রতিক কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চারটি ফোন কল গ্রহণ করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পত্রিকাটি বলছে, এই পদক্ষেপ মোদির “রাগ এবং সতর্কতার প্রকাশ।”

 

জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াও একই তথ্য দিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, মোদি ইচ্ছাকৃতভাবেই ট্রাম্পের ফোন এড়িয়ে চলেছেন, যা ট্রাম্পের হতাশা আরও বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতের পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছে। এর মধ্যে রাশিয়া থেকে ভারতীয় অপরিশোধিত তেল আমদানির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত।

 

ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। মোদি বলেন, দেশের কৃষকদের স্বার্থ রক্ষায় তিনি “কোনো আপস করবেন না।”

 

জার্মান পত্রিকাটি লিখেছে, এই বাণিজ্য বিরোধ প্রমাণ করে, ওয়াশিংটনের চাপ নয়াদিল্লিকে নমনীয় করতে পারছে না। তাদের মতে, “মোদি অপমানিত বোধ করেছেন” এবং ট্রাম্পের সঙ্গে কথা বলতে তার অনীহা সেটিরই প্রতিফলন।