ভারতীয় ফুটবল ফেডারেশনকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশোধিত সংবিধান চূড়ান্ত করে কার্যকর করার নির্দেশ দিয়েছে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন- এএফসি। না হলে আবারও কড়া নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে দেশটির ফুটবলকে।
২০১৭ সাল থেকে সংবিধান সংক্রান্ত জটিলতায় জর্জরিত ভারতীয় ফুটবল। বিষয়টি এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। ফিফা ও এএফসি মনে করছে, এই দীর্ঘসূত্রিতা ভারতীয় ফুটবলকে "শাসন ও কার্যনির্বাহী সংকটের" দিকে ঠেলে দিচ্ছে। তাদের মতে, এটি আসলে "তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপ", যা আন্তর্জাতিক ফুটবলের নিয়মবিরোধী।
ফিফার মূল শর্তগুলো হচ্ছে- এএইএফএফ-কে দ্রুত সুপ্রিম কোর্টের মাধ্যমে সংশোধিত সংবিধানের অনুমোদন নিতে হবে। সেই সংবিধান ফেডারেশনের সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে পাশ করতে হবে। এবং সংশোধিত সংবিধান অনুযায়ী একটি কার্যকর নির্বাচন আয়োজন করতে হবে।
এর পাশাপাশি বাণিজ্যিক ও বাজারজাতকরণ সংক্রান্ত বিরোধ দ্রুত মেটানোরও নির্দেশ দিয়েছে ফিফা–এএফসি। অন্যথায় ফিফা আইন অনুযায়ী সদস্যপদ বাতিলসহ আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে ২০২২ সালে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এএইএফএফ-এর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। পরে সমঝোতার ভিত্তিতে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে নতুন করে দেওয়া এই সতর্কবার্তা ভারতীয় ফুটবলের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।