খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন সোমবার খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। সেন্ট্রাল লল্ডনে অবস্থিত দ্য লন্ডন ক্লিনিকেচিকিৎসার র সামনে সন্ধ্যায় ব্রিফিংকালে তিনি বলেন, খালেদা জিয়া কখনোই নিজের শারীরিক অসুস্থতার কথা মানুষের সামনে আনতে চাননি। উনার উপর অনেক অত্যাচার হয়েছে, কিন্তু উনি সবসময় মানুষের কথা বলেছেন, নিজের কথা বলেননি। আজ উনি যখন জানতে পারেন, তীব্র শীতের মধ্যে আপনারা সাংবাদিকরা বাইরে দাঁড়িয়ে আছেন, তখন অনিচ্ছাসত্ত্বেও বলেন, যাও। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সাংবাদিকসহ সবার প্রতি ধন্যবাদ জানিয়েছেন।
ব্রিফিংকালে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, খালেদা জিয়ার ক্রনিক লিভার ডিজিস, ক্রনিক কিডনি ডিজিস ও হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও সম্পন্ন হয়নি, এগুলো সম্পন্ন হতে আগামী শুক্রবার পর্যন্ত লাগতে পারে। এরপর এখানকার ডাক্তাররা উনার পরবর্তী চিকিৎসা নিয়ে পরিকল্পনা করবেন।