Image description

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত এক সপ্তাহ থেকে লন্ডন ক্লিনিকের ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে সকল প্রকার পরীক্ষা সম্পন্ন হয়েছে । আগামী শুক্রবার পরীক্ষাগুলোর চূড়ান্ত ফলাফল আসবে।  এর পরেই লন্ডন ক্লিনিকে প্যাট্রিক কেনেডির নেতৃত্বে শুরু হবে বেগম জিয়ার চিকিৎসা। সোমবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম  জাহিদ হোসেন।  এসময় জাহিদ বলেন , বেগম জিয়া এখন অনেকটাই সুস্থ।  তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পরিবারের সদস্যদের সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণে মানসিক প্রশান্তিতে সময় কাটাচ্ছেন বেগম জিয়া। ডাক্তার জাহিদ হোসেনের মাধ্যমে লন্ডনের সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন। এদিকে মায়ের পাশে থেকে সার্বক্ষণিক সেবা দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।