
রাজধানীসহ সারা দেশে ছিঁচকে চুরির ঘটনা ব্যাপক বেড়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে চলতি মাসে উদ্বোধনের পরদিন তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতু থেকে বৈদ্যুতিক তার চুরি হয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জে প্রকাশ্যে চুরি ও লুটপাট হয়েছে সাদা পাথর। রাজধানীতে দিনদুপুরে মাত্র কয়েক মিনিটের মধ্যে গাড়ির চাকাসহ বিভিন্ন খুচরা যন্ত্রাংশ খুলে নিচ্ছে চোর।
পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধমূলক পরিসংখ্যানে বলা হয়েছে, দেশে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে পাঁচ হাজার ৩৮৭টি চুরির মামলা হয়েছে।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, বেকারত্ব, নিত্যপণ্যের উচ্চমূল্য, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারির অভাব, স্বভাবগত সমস্যা ও মাদকের কারণে দেশে চুরির ঘটনা বেড়েছে। এসব নিয়ন্ত্রণ করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো সতর্ক হতে হবে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) জাতীয় পর্যায়ের এক গবেষণা তথ্য অনুযায়ী, বাংলাদেশে দারিদ্র্যের হার তিন বছরে ব্যাপক বেড়েছে। চলতি বছর তা ২৭.৯৩ শতাংশে পৌঁছেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে চুরি-ছিনতাই বেড়েছে। তবে অপরাধীদের ধরতে সরকার তৎপর রয়েছে। সাম্প্রতিক এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধমূলক তথ্য বলছে, চলতি বছরের চুরির ঘটনায় দেশের বিভিন্ন থানায় জানুয়ারি মাসে ৭৯৭টি মামলা, ফেব্রুয়ারিতে ৬৭৩টি, মার্চে ৮৬৬টি, এপ্রিলে ৭১৫টি, মে মাসে ৭৬৫টি, জুনে ৭২২টি ও জুলাইয়ে ৮৪৯টি মামলা হয়।
পুলিশের তথ্য বলছে, মেট্রোপলিটন এলাকার মধ্যে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) সবচেয়ে বেশি, ৮৩৭টি চুরির মামলা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ১৪৬টি, ফেব্রুয়ারিতে ১১৭, মার্চে ১৩৭, এপ্রিলে ১১৮, মে মাসে ১২৮, জুনে ৯০ ও জুলাইয়ে ১০১টি চুরির মামলা হয়। আবার রেঞ্জ পুলিশের হিসাবেও ঢাকা রেঞ্জে সবচেয়ে বেশি, ৪২৪টি চুরির মামলা হয়েছে।
অপরাধের ঘটনা বিশ্লেষণ করে পুলিশের এক কর্মকর্তা বলেন, দেশে অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে ৭০ শতাংশই চুরিসংক্রান্ত ঘটনা। এর মধ্যে ছিঁচকে চুরি বেশি।
এ ব্যাপারে পুলিশ সদরদপ্তরের (এআইজি মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন বলেন, চুরিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
ডিএমপি সদর দপ্তর সূত্র বলছে, রাজধানীর বাসাবাড়িতে চুরির পাশাপাশি সড়কের বৈদ্যুতিক তার চুরির অভিযোগ পাওয়া যায়। মার্কেটের মালপত্র ও অফিসের সরঞ্জাম চুরির অভিযোগ রয়েছে। সোনার দোকানে চুরির ঘটনা ঘটছে। ম্যানহোলের ঢাকনা চুরি বেশ বেড়েছে। প্রতিটি চুরির ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান।
রাজধানীর ভাটারা থানার ওসি মো. রাজিবুল ইসলাম বলেন, চুরির ঘটনা অন্যান্য অপরাধের চেয়ে বেশি। ছিঁচকে চুরির অভিযোগ বেশি পাওয়া যায়।
এর মধ্যে গত ৭ জানুয়ারি রাজধানীর সবুজবাগ এলাকার মায়াকাননের ২৯/ডি নম্বর সড়কের একটি বাসার দরজার তালা ভেঙে স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ ৮০ হাজার টাকার মালপত্র নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় গত ৭ জানুয়ারি ভুক্তভোগী খায়রুল কবীর সুমনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সবুজবাগ থানায় একটি চুরির মামলা হয়। ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারী ভিক্ষুকের বাসায় চুরি : গত সোমবার রাত ৯টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী গ্রামে নিজ ঘর থেকে ফাতেমা বেগম (৫৮) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বৃদ্ধা ভিক্ষা করে জীবিকা চালাতেন।
স্থানীয়রা জানায়, কিছুদিন আগে ওই বৃদ্ধার বাসা থেকে ১০ হাজার টাকা চুরি হয়। পরে এ নিয়ে স্থানীয়ভাবে সালিসও হয়। ধারণা করা হচ্ছে, চোররা তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর বিদ্যুতের তার চুরির পর রিফ্লেক্টর লাইটও চুরি হয়েছে। গত শনিবার রাতে এই চুরির ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতির কারণে পর পর বৈদ্যুতিক তার ও রিফ্লেক্টর লাইট চুরির ঘটনা ঘটে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলায় প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা। প্রায়ই শোনা যাচ্ছে বাসাবাড়ি, অফিস কিংবা দোকানে চুরি করে মালপত্র নিয়ে যাচ্ছে চোরচক্র। সম্প্রতি শৈলকুপার শেখপাড়া বাজার থেকে বিকাশ জোয়ার্দ্দারের মুদি দোকানের শাটার কেটে মালপত্র চুরি করে নিয়ে যায় চোরচক্র। একই দিন নাগিরাট গ্রাম থেকে রবিউল ইসলাম নামের এক ভ্যানচালকের বাড়ি থেকে ভ্যান চুরি করে নিয়ে যায় চোরচক্র।
ঝিনাইদহ শহরের হামদহ এলাকার একটি হার্ডওয়্যারের দোকানের শাটার ভেঙে মালপত্র চুরি হয়েছে।
পুলিশের হিসাবে, সাম্প্রতিক সময়ে ঝিনাইদহের ছয় উপজেলায় ১৬টি চুরি-ডাকাতির ঘটনা ঘটে। তবে সূত্রের দাবি, সব চুরি-ছিনতাইয়ের ঘটনা থানা-পুলিশ পর্যন্ত পৌঁছায় না।