Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) ভিপি প্রার্থী হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী জালাল আহমেদ কতৃক তার রুমমেটকে ছুরিকাঘাতের পরপর‌ই মহসিন হল প্রভোস্ট ড. মোহাম্মদ সিরাজুল ইসলামের পদত্যাগের দাবি তুলেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বিষয়টি নিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের দাবির মুখে হল প্রভোস্ট‌ও পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।’ বুধবার (২৭ আগস্ট) রাত তিনটার দিকে সাংবাদিকদের সঙ্গে সার্বিক বিষয়ে আলোকপাত করার সময় এ কথা জানান তিনি।

প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, শিক্ষার্থীদের হল প্রশাসন বিশেষ করে হল প্রভোস্টের বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে স্লোগান দিয়েছে। আমিও তা শুনেছি। তাদের স্লোগানের মুখে একসময় হল প্রশাসন বলেছেন যে তিনি পদত্যাগ করবেন। কিন্তু আমি শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছি, দিনে কোন এক সময় নিয়ে উপাচার্য মহোদয়ের কাছে ওরা যদি আসে, ওদের দাবিদাওয়া বলুক।

তিনি আরও বলেন, ‘আমরা তো শিক্ষার্থীদের কথা শুনতে চাই। তাদের কথা না শুনে কোন ব্যবস্থা নেওয়া যাবে না। আর আজকের এই মুহূর্তটা যেহেতু উত্তেজিত ছিল তাই ওরা একটু পদ্ধতিগতভাবে আসুক দাবিদাওয়া নিয়ে। অবশ্যই আমরা তাদের দাবিদাওয়াগুলোর প্রতি সহানুভূতিশীল থাকবো ‘

এর আগে, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত পৌনে একটার দিকে রুমমেটকে ছুরিকাঘাতের পর নিজেকে রুমে আবদ্ধ করে রাখেন ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল। এ ঘটনার পর হলের অন্যান্য শিক্ষার্থীরা তার রুমের সামনে এসে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এরপর দীর্ঘ সময় চেষ্টার পর রাত আড়াইটার দিকে জালারকে রুম বের করে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আহত রবিউল হক  ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এ সময় আহত রবিউল নিজেকে আত্মরক্ষা করে বেরিয়ে আসলে অন্য শিক্ষার্থীরা আহতকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে জালালকে হল থেকে বহিষ্কার করার ঘোষণা দেন প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হল। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে। এছাড়া আজ রাতেই রমনা থানা পুলিশকে জানিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।