Image description
 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে একটি সহনশীল রাজনীতির চর্চা প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু তার বিপরীতে বারবার ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তারা।

সোমবার (২৫ আগস্ট) বিকালে মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা আবিদুল ইসলাম খান।

তিনি বলেন, ‘গুপ্ত বা অন্যান্য সংগঠন আমাদের প্রার্থীদের মোকাবিলা করতে না পেরে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অনলাইন গ্রুপগুলো নিয়ন্ত্রণে প্রশাসনের পদক্ষেপ দাবি করছি।’

 

তিনি আরও উল্লেখ করে বলেন, ‘কিছু ফেসবুক ব্যবহারকারী নারী প্রার্থীদের ওপর কুরুচিপূর্ণ মন্তব্য করছে, যা নিন্দনীয়। আমাদের কোনো সহযোদ্ধা বিশ্ববিদ্যালয়ের মাটিতে হেয় হতে পারবে না।’

 
 

ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমার আচরণবিধি ভঙ্গের বিষয়ে আবিদুল ইসলাম বলেন, রোকেয়া হলে অনিয়ম নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডে প্রশ্ন তুলেছে। যদিও উমামা ক্ষমা চেয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধা না রেখে ক্ষমা চাওয়া যথেষ্ট নয়।

 

নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন।