
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ (সোমবার, ২৫ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে— পিস্তল ৫০ হাজার টাকা, চায়না রাইফেল ১ লাখ টাকা, এসএমজি ১ লাখ ৫০ হাজার টাকা, এলএনজি ৫ লাখ টাকা এবং গুলি প্রতি পিস ৫০০ টাকা। যারা তথ্য প্রদান করবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘পুলিশে নিয়োগ বাণিজ্যে দুর্নীতির তথ্য দিতে পারলেও পুরস্কার দেয়া হবে। নিয়োগ বাণিজ্য বন্ধে সব পদক্ষেপ নেয়া হয়েছে।’
তিনি আরও জানান, গাজীপুর পুলিশ কমিশনারকে শোকজের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচনের আগে ছিনতাই ও চাঁদাবাজি কমে আসবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের সময় সব রাজনৈতিক দল অংশ নেবে এবং বেশিরভাগ লুট হওয়া অস্ত্র উদ্ধারের কাজ সম্পন্ন হবে।