Image description
মব সৃষ্টি করে তিন স্থানে হত্যার ঘটনায় মামলা

চট্টগ্রামের ফটিকছড়ি, কুমিল্লার বিসিক শিল্পনগরী ও নোয়াখালীর হাতিয়ায় পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে গত শুক্রবার মব তৈরি করে মো. রিহান উদ্দিন প্রকাশ মাহিন নামের কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় পরিবারে শোকের মাতম থামছে না। নিহতের পরিবার এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এদিকে ভিকটিম কিশোরের মা খাদিজা বেগম পাঁচজনের নাম উল্লেখ করে শুক্রবার রাতেই ফটিকছড়ি থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তারা হলেন মুহাম্মদ নোমান (২২) ও মুহাম্মদ আজাদ (২৩)। দুজনই কাঞ্চননগর ইউনিয়নের মধ্যম কাঞ্চননগর গ্রামের বাসিন্দা। মামলার অপর তিন আসামি হলেন নাজিম উদ্দিন, মোহাম্মদ তৈয়ব ও মহিউদ্দিন। তারা এখনো পলাতক। নাজিম মামলার ১ নম্বর আসামি বলে পুলিশ জানিয়েছে।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ গতকাল বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার দুই আসামি জানিয়েছে, চোর সন্দেহে তিন কিশোরকে পেটানো হয়েছিল। দুটি বিষয়ই আমরা খতিয়ে দেখছি। তদন্তে প্রকৃত কারণ বেরিয়ে আসবে।

উল্লেখ্য, গণপিটুনিতে মাহিনের সঙ্গে থাকা অন্য দুই বন্ধু মো. মানিক ও মো. রাহাত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নিহত মাহিন কাঞ্চননগর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও একই গ্রামের সাগর আলী তালুকদার বাড়ির মুদি দোকানি মো. লোকমানের ছেলে।

কুমিল্লা : কুমিল্লা বিসিক শিল্পনগরীতে চাঁদাবাজির অভিযোগে সায়েম (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত ৫০ জনের নামে মামলা হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম। তিনি বলেন, নিহতের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। এদিকে এ ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ওসি আরও জানান, সে ওই এলাকায় চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ে জড়িত ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। বিষয়টি আমরা আরও তদন্ত করে দেখছি। নিহত সায়েম সদর উপজেলার দিদার মার্কেট এলাকার অটোরিকশা চালক বাবা আমিনুল ইসলামের সঙ্গে ভাড়া বাসায় থাকত। তাদের মূল বাড়ি রংপুর জেলায়।

নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ায় চোর আখ্যা দিয়ে লোকমান হোসেন নামে (৩৫) এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় হাতিয়া থানায় মামলা হয়েছে। এদিকে পুলিশ তারেক আজিজ (৩৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, শুক্রবার রাতে তিনজনকে আসামি করে মামলাটি করেন নিহতের সহকর্মী মো. মোস্তাফিজ। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ উপজেলার জাহাজমারা ইউনিয়নের চরহেয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি তারেক আজিজকে (৩৫) গ্রেপ্তার করেছে। নিহত লোকমান শেরপুরের চকপাড়ার সোনারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের কর্মচারী ছিলেন। ওসি আরও বলেন, অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।