
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের বাড়ি থেকে বস্তাভর্তি টাকা উদ্ধারের ঘটনা বানোয়াট ও গুজব। দল থেকে বহিষ্কারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে।
শনিবার বেলকুচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এনসিপির উপজেলা নেতারা এ দাবি করেন। মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংবাদ সম্মেলনে এনসিপির বেলকুচি উপজেলা প্রতিনিধি মুসা হাশেমী বলেন, নৌবাহিনীর শৃঙ্খলা ভঙ্গের দায়ে শুক্রবার বেলকুচি পৌরসভার শেরনগর গ্রামের আলিফ নামের একজনকে (সৈনিক) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনাকে কেন্দ্র করে মাহিন ও তার পরিবারের সম্মানহানি করতে একটি কুচক্রী মহল ফেসবুকে তার (মাহিন) বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে গুজব ছড়িয়েছে। আসলে আইনশৃঙ্খলা বাহিনী মাহিনের বাড়িতে যায়নি। আর আলিফের সঙ্গে মাহিনের আত্মীয়তারও কোনো সম্পর্ক নেই।
সংবাদ সম্মেলনে মাহিন সরকারের ছোট বোন মাহিমা হীমা সরকার, এনসিপি প্রতিনিধি মনিরুজ্জামান (মনি), আলীম সরকার, হোসাইন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মাহিন সরকার মুঠোফোনে যুগান্তরকে বলেন, এ ধরনের বানোয়াট ও গুজব আমার জন্য বিব্রতকর। দল থেকে বহিষ্কার হওয়ায় অনেকে এর সুযোগ নিচ্ছে। এর সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ জড়িত। আপাতত ডাকসু নির্বাচন নিয়ে ব্যস্ত আছি। এর বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।