
খুলনার ডুমুরিয়ায় এসএম শামিম (৩৭) নামে এক যুবদল নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নে আঠারো মাইল গরু হাট এলাকায় এ ঘটনা ঘটে। সাড়ে রাত ১২টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
এসএম শামিম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামপুর ইউনিয়নের উতলী গ্রামের আব্দুল গফফারের ছেলে। তিনি তালা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শামিমের পৈত্রিক বাড়ি সাতক্ষীরা হলেও দির্ঘদিন ধরে তিনি তার স্ত্রী, এক সন্তান ও মাকে নিয়ে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আঠারো মাইল বাজার এলাকায় বাড়ি করে বসবাস করতেন। আঠারো মাইল বাজারে একটি মোটরসাইকেলের গ্যারেজ পরিচালনা করতেন তিনি।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে অপরিচিত কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কয়েক ঘণ্টা পর স্থানীয়রা শামিমের বাড়ি পাশে নির্জন জায়গায় একটি গলা কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর সেটি শামিমের মরদেহ বলে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। তারপর পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা সমকালকে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। খুনের রহস্য উদঘাটনে পুলিশ মাঠে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।