Image description

নেত্রকোনার আটপাড়ায় কিশোরকে পিটিয়ে ভাইরাল হওয়া ইউএনও রুয়েল সাংমাকে প্রত্যাহার করে বিভাগীয় কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। তিনি বলেন, ‘আপাতত ময়মনসিংহে বিভাগীয় কার্যালয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

জানা যায়, আটপাড়ায় ভিজিএফের চাল দেওয়া কর্মসূচিতে দুর্জয় নামের এক কিশোরকে পেটান ইউএনও রুয়েল সাংমা। গত ২৪ মার্চ ওই ঘটনা ঘটলেও ভিডিওটি প্রকাশে আসে ১০ আগস্ট।  

এদিকে কিশোরকে পেটানোর ঘটনায় রায়হান নামের এক ব্যক্তি আটপাড়া আমলি আদালতে মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৯ আগস্ট ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার হোসেন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির বিষয়টি গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে সর্ব সাধারণের নজরে আসে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএনওকে সরিয়ে নেওয়া হয়েছে কর্মস্থল থেকে।

বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।