
ভারতের মধ্যপ্রদেশে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কু-রুচিপূর্ণ স্লোগান দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। এ ঘটনায় বজরং দলের চার কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) মধ্যপ্রদেশের ইন্দোরের এক সিনেমা হলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং এর কর্মীরা মুহাম্মাদ সাঃ-এর উদ্দেশ্যে কুরুচিকর স্লোগান দেয়। স্লোগানগুলোর মধ্যে একটি স্লোগান এমন ছিল যে, “মুহাম্মাদ তেরে বাপ কে নাম জয়শ্রীরাম, দেশ কি গাদ্দার কো গুলি মার”।
এ স্লোগানের খবর পেয়ে এলাকার মুসলিম নাগরিকরা রাস্তায় বের হয়ে এসে এই উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বিক্ষোভ করেন।
ইন্দোরের পুলিশ কমিশনার হরিনারায়ণাচারি মিশ্রা সাংবাদিকদের বলেন, “আমরা যেকোনো ধর্মকে অবমাননা করে ভুয়া খবর ছড়ানোর বিষয় নজরে রাখছি। শহরের শান্তি নষ্ট করার উদ্দেশ্যে কেউ যদি এমন খবর পোস্ট করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর ভারতীয় শাস্তি আইনের ২৯৫(এ) (উদ্দেশ্যপ্রণোদিত ও কুপ্রবৃত্তি যা কোনো ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে), ১৫৩(এ) (ধর্ম, জাতি, জন্মস্থান বা বাসস্থানের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার), ৫০৫ (অপরাধমূলক হুমকির জন্য শাস্তি) এবং ৩৪ (একসাথে কোনো অভিপ্রায় পূরণের জন্য একাধিক ব্যক্তির করা কাজ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: মুসলিম মিরর