
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা চাঁদার বিরুদ্ধে কথা বললেই বিএনপি ফুঁসে ওঠে। আমরাতো কখনও বিএনপির বিরুদ্ধে বলিনা। আমরা চাঁদাবাজি ও দখলবাজীর বিরুদ্ধে কথা বলি। তা বিএনপি গায়ে টেনে নেয় কেন?
বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন সড়কে বৃহস্পতিবার বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, বিএনপি দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে। ক্ষমতায় যাওয়ার আগেই নিজেদের মধ্যে দেড়শ'র উপরে মানুষ হত্যা করেছে। ক্ষমতায় না যাওয়ার আগেই এটা ওটা বন্ধ করে দিচ্ছে। যদি ক্ষমতায় যায় তবে বাংলাদেশের অবস্থা কি হবে সেটা আল্লাহই জানে।
ফয়জুল করীম বলেন, জনগণ খুবই সচেতন। আগামীতে কমপক্ষে দুর্নীতিবাজদের জনগণ আর ভোট দেবে না। একবার শুধু ইসলামকে পরীক্ষা করুন। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন কিন্তু ওরা বারবার ফেল করেছে। আমাদেরকে এখনো পরীক্ষা করেননি। একবার শুধু পরীক্ষা করুন আল্লাহর কসম ফেল করলে দ্বিতীয়বার আর পরীক্ষার হলেই ঢুকবো না। আশা করি আপনাদের সাথে ধোকামী ছলচাতুরি করা হবে না।
তিনি বলেন, সংখ্যালঘুরা দুটো জিনিস চায় ধর্মীয় স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা। কোন জুলুম চাঁদাবাজকে সংখ্যালঘুরা ভোট দেবে না। ইসলামী পারে ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করতে। ইসলাম ক্ষমতায় গেলে বরিশালের প্রত্যেকটা মানুষ নিরাপত্তা লাভ করবে। প্রত্যেক হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগরের সভাপতি গাজী মোহাম্মদ রেদোয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুজনের সঞ্চালনায় সমাবেশে বরিশাল মহানগরের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
সমাবেশে প্রশ্ন রেখে ফয়জুল করীম বলেন, গণতন্ত্রের কোন ধারায় আছে কারো সমালোচনা করা যাবেনা। ১৯৯১ থেকে ৯৬ ও ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি দেশের মানুষকে কি উপহার দিয়েছে তা দেশের জনগণ ভুলে যায় নাই। ৯৬ সালে বিএনপি পাতানো নির্বাচন করেছে। সেটা দেশে আওয়ামী লীগ শিখেছে। যা শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রয়োগ করেছে। তার আগে ৭৩ সালে আওয়ামী লীগ প্রহসনের নির্বাচন করেছে। সেটা দেখে শিখেছে বিএনপি।
তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগ একই গাছের দুই ডাল। ২০২৪ সালের ৫ আগস্টের আগে আওয়ামী লীগ যা করেছে, ৫ আগস্টের পর বিএনপি তাহাই করছে। আগে জয় যেভাবে বক্তব্য রাখতো, এখন লন্ডনে বসে তারেক রহমান সেভাবেই বক্তব্য রাখছেন। অর্থাৎ এ দুটি দল মুদ্রার এপিঠ-ওপিঠ।
ফয়জুল করীম বলেন, শুধুমাত্র নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান সংগঠিত হয়নি। আগামী নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে। আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।