Image description

সিলেটের পর্যটন কেন্দ্র সাদাপাথরে লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বুধবার (২০ আগস্ট) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদকিদের তিনি এ কথা বলেন।

খান মো. রেজা-উন-নবী বলেন, পাথর লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হচ্ছে। কাজ চলছে অত্যন্ত সতর্ককতার সাথে। যাতে প্রকৃত দোষীদের নাম তালিকায় আসে এবং নির্দোষ মানুষ হয়রানির শিকার না হন। তালিকা তৈরির পর তা প্রকাশ করা হবে।

তিনি বলেন, সিলেটে চোরাচালান ও খনিজ সম্পদ রক্ষায় জনবল বাড়ানো হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আরও তিনটি ব্যাটালিয়ন স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। তবে এরমধ্যে একটি ব্যাটালিয়ন স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও পুলিশের জনবলও বাড়ানো হচ্ছে। এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টিও প্রক্রিয়াধীন। এছাড়া আরও ক্যাম্প এবং চেকপোস্টও বসানো হবে।

 

সেনাবাহিনীর সার্বিক সহযোগিতার বিষয়ে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আমাদের কথা হচ্ছে রাষ্ট্রের এই সম্পদ আত্মসাতের সাথে যারা জড়িত বা যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে যেমন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তেমনি এই সম্পদ সুরক্ষায় আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব।

 

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, গত ৮ জুলাই আমরা ইজারা নিয়ে কথা বলেছি। পাথর চুরি নিয়ে কিছু বলা হয়নি। পাথর চোরদের উৎসাহিত করার মতো কিছুই আমি বলিনি। তেমন কিছু কেউ বললে বা ছড়ালে সেটা ভুল ম্যাসেজ।

 

লুটকারিদের পূর্ণাঙ্গ তালিকা প্রসঙ্গে বিভাগীয় কমিশনার আরও বলেন, এ ব্যাপারে গোয়েন্দা বাহিনীসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে কাজ চলছে। যাতে প্রকৃত লুটপাটকারীদের নাম তালিকায় প্রকাশ হয় এবং নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারটি লক্ষ্য রেখে কাজ হচ্ছে। সেজন্য একটু সময় দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।