
চিকিৎসা সেবা পেতে ভোগান্তি ও দালালদের দৌরাত্ম্যসহ নানা অভিযোগ রয়েছে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালটির পরীক্ষা-নিরীক্ষার যন্ত্র বন্ধ থাকা ও বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এ সময় দলের পক্ষ থেকে কোটি টাকার অনুদানের ঘোষণা করা হয়। সেইসঙ্গে নিয়োগ বাণিজ্য ও প্রশাসনের নানা দুর্নীতির বিষয়টিও তুলে ধরেন প্রতিবাদকারীরা।
দেশে ক্যানসার চিকিৎসায় একমাত্র বিশেষায়িত সরকারি হাসপাতাল হলো ‘জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল’। তবে পরীক্ষা-নিরীক্ষা, যন্ত্র বন্ধ থাকা এবং প্রশাসনের নানাবিধ দুর্নীতির অভিযোগে হাসপাতালটিই যেন ক্যানসারে আক্রান্ত। দিনের পর দিন সিরিয়াল দিয়েও সেবা না পাওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ চিকিৎসা নিতে আসা রোগীদের।
সোমবার (১৮ আগস্ট) সকালে এসব দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এসময় ক্যানসার হাসাপাতালের নানা অসংগতি তুলে ধরেন তারা।
ক্যানসারে আক্রান্ত রোগীদের জন্য রেডিওথেরাপি মেশিনের অধিকাংশই বন্ধ উল্লেখ করে সেগুলো অতিদ্রুত সচল করাসহ হাসপাতালের সব দুর্নীতি বন্ধের দাবি জানান তারা। এদিন জামায়াতের পক্ষ থেকে হাসপাতালের উন্নয়নের জন্য এক কোটি টাকার অনুদান ঘোষণা করা হয়।
জামায়াত ঘোষিত ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান বলেন, জামায়াত ক্ষমতায় আসলে রাজনৈতিক ও সরকারি আমলাদের চিকিৎসা দেশে করানো বাধ্যতামূলক করা হবে।
এসব অনিয়ম ও সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবির বলছেন, বন্ধ মেশিনগুলো চালু করা সম্ভব নয়। তবে নতুন করে কেনার কাজ চলছে। আর দালালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।