
রাশিয়া ক্যান্সার প্রতিরোধে এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। দেশটি সম্প্রতি একটি প্রায়োগিক ক্যান্সার ভ্যাকসিনের বিনামূল্যে ট্রায়াল শুরু করেছে, যা মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ক্যান্সার কোষকে আগেভাগেই শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে।
প্রচলিত কেমোথেরাপির মতো চিকিৎসার বিপরীতে এই ভ্যাকসিন ক্যান্সার হওয়ার পর নয়, বরং ক্যান্সার যাতে ছড়াতে বা টিউমার আকারে গড়ে উঠতে না পারে সেটিই প্রতিরোধ করার লক্ষ্য নিয়েছে। বিশেষ করে যেসব ব্যক্তির ক্যান্সারের ঝুঁকি বেশি কিংবা যারা ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন, তাদের জন্য এই ভ্যাকসিনকে সম্ভাব্য গেম-চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে।
গবেষকদের মতে, যদি এই পরীক্ষামূলক ভ্যাকসিন সফল হয় তবে ক্যান্সার চিকিৎসায় এক বড় পরিবর্তন আসবে। তখন চিকিৎসা পদ্ধতি শুধুমাত্র রোগ সেরে তোলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং রোগ প্রতিরোধকে প্রাধান্য দেওয়া হবে।
রাশিয়ার উদ্যোগে বিনামূল্যে এই ক্লিনিক্যাল ট্রায়াল চালু হওয়ায় সাধারণ মানুষও অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন, যা গবেষণাকে আরও দ্রুততর করতে সহায়ক হবে। এতে করে বিশ্বব্যাপী ক্যান্সার চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে আশা করা হচ্ছে।