
পিরোজপুরের স্বরূপকাঠিতে (নেছারাবাদ) ডাকযোগে উড়ো চিঠির মাধ্যমে দুই জামায়াত নেতাকে রাজনীতি ছাড়ার হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এর আগে গত ১৬ আগস্ট ডাকযোগে সমুদয়কাঠী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমানের নামে রেজিস্ট্রিকৃত একটি চিঠি আসে। ওই চিঠিতে তাকে জামায়াতে ইসলামী থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে।
এ ছাড়া গত ১৩ আগস্ট একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলামের নামে ডাকযোগে আরেকটি রেজিস্ট্রি চিঠি আসে। তাতেও তাকে রাজনীতি ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে জামায়াতে ইসলামী স্বরূপকাঠি পৌর শাখার আমির মাওলানা মো. জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের ইউনিয়নের দুই নেতা ডাকযোগে উড়ো চিঠি পেয়েছেন। চিঠিতে তাদের রাজনীতি ছাড়ার হুমকি দেওয়ার পাশাপাশি চাঁদা দাবি করা হয়েছে।
স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বনি আমিন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
ওসি বলেন, ‘চিঠিতে দেওয়া মোবাইল নম্বরগুলো ট্র্যাক করে দেখা গেছে এগুলো চট্টগ্রামের। তারপরও আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি।’