Image description

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী আঞ্জুয়ারা ইয়াসমিনের হুমকিদাতাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার সাক্ষীর সুরক্ষার বিষয়ে অগ্রগতি সম্পর্কে জানাতে ট্রাইব্যুনালে হাজির হন বংশাল থানার ওসি। এ সময়, তাকে উদ্দেশ্য করে ট্রাইব্যুনাল বলেন, ‘সাক্ষীকে যারা হুমকি দেবে, যে দলেরই হোক, সবাইকে ধরে আনবেন, কোনো ছাড় দেবেন না।’

সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এর আগে, ১৪ আগস্ট ওই সাক্ষীকে সুরক্ষা দেয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। একইসঙ্গে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ মামলায় গত ১২ আগস্ট ট্রাইব্যুনালে জবানবন্দি দেন কলেজ শিক্ষিকা আঞ্জুয়ারা। তিনি এ ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী। ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়ার দিনই তার বিরুদ্ধে অপ্রীতিকর-অসম্মানজনক ও নিরাপত্তায় হুমকিস্বরূপ কার্যক্রম করেন একই প্রতিষ্ঠানের কিছু ব্যক্তি। ব্যানার টানানোসহ সাক্ষীর বিরুদ্ধে মিছিলও করা হয়। এ সংক্রান্ত কিছু ছবি-ভিডিও প্রসিকিউশনকে দেন তিনি।

ওই দিন ট্রাইব্যুনালের আদেশে সাক্ষী আঞ্জুয়ারার সুরক্ষা নিশ্চিতে সংশ্লিষ্ট থানার ওসি ও কর্মরত প্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশ দেয়া হয়। ওই প্রতিষ্ঠানসহ আশপাশের এলাকায় তাকে নিয়ে কোনো ধরনের অবমাননাকর পোস্টার-ব্যানার থাকলে অপসারণের নির্দেশও দেন আদালত।

এরই ধারাবাহিকতায় ট্রাইব্যুনালকে আজ অগ্রগতি জানান সংশ্লিষ্ট থানার ওসি। পরে তাকে এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরে আনার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে সাক্ষীর বিরুদ্ধে টানানো সব ধরনের অপপ্রচারমূলক ব্যানার-পোস্টার অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।