Image description

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় ভুগছেন। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে একটি জটিল অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় স্কয়ার হাসপাতালের একজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকীর চিকিৎসায় একটি বোর্ড গঠন করা হয়। রোববার বিকেল সাড়ে ৩টায় বোর্ডের সভায় জানানো হয়, উপদেষ্টা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় ভুগছেন। তার অস্ত্রোপচার জরুরি। রোববার রাতেই তা হতে পারে। এ ছাড়া উপদেষ্টার আর কোনো জটিলতা নেই।’

 

এর আগে শনিবার (১৬ আগস্ট) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ভরযোগ্য সূত্র ছাড়া অন্যকোনো তথ্য দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হলো।

এর আগে শনিবার কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ পয়ে পড়েন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে রাত সাড়ে ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার থেকে ঢাকায় আনা হয় তাকে। পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, কাজের অতিরিক্ত চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।