Image description

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় তেল সমৃদ্ধ অন্যতম ধনী দেশ কুয়েত। দেশেটির পর্যটন খাত সৌন্দর্য্যবর্ধন  ও অবকাঠামো উন্নয়নের শ্রমিক চাহিদার কথা বিবেচনা করে বাংলাদেশে সহ বিভিন্ন দেশ হতে শ্রমিক নিচ্ছে দেশটি। অন্যান্যা দেশে শ্রমিকরা ভিসা পাওয়ার পর ১/২ মাসের মধ্যে কুয়েতে প্রবেশ করলেও ভিন্ন চিত্র বাংলাদেশি শ্রমিকদের ক্ষেত্র ভিসা পাওয়ার পরে দেশে মেডিকেল সেন্টারে হয়রানি ও ম্যানপাওয়ার চক্করে পড়ে ভিসার মেয়াদের শেষ মুহুর্তে দেওয়া হচ্ছে পাসপোর্ট জরুরী কাগজপত্র । নিয়মিত প্রবাসীর পাশাপাশি নতুন ভিসায় বিদেশগামীদের যাত্রীদের কারণে ঢাকা কুয়েত রুটে দেখা দিয়েছে ফ্লাইট সংকট যার ফলে ৩০ থেকে ৪০ হাজার টাকার সিংগেল টিকেট বর্তমানে ৩ গুণ বেড়ে পৌছেছে দেড় লক্ষ টাকায়। 

 নতুন ভিসার ৩ মাস মেয়াদ থাকা স্বত্তেও  এজেন্সি গুলো ভিসা মেয়াদ শেষ হওয়ার ১ সপ্তাহের মধ্যে যাত্রী পাসপোর্ট সহ জরুরী কাগজপত্র ডেলিভারি দেওয়ার ফলে 
দেশে এবং কুয়েত টিকেট এজেন্সি গুলোতে   বাংলাদেশ বিমান,কুয়েত এয়ারলাইন্স, জাজিরা সরাসরি ফ্লাইটের টিকেট খুঁজে  না পেয়ে অনেকেই বাধ্য হয়ে ৩ গুন দাম দিয়ে টিকেট নিচ্ছে। আবার সিট সংকটের কারণের নতুন ভিসায় কুয়েতগামী অনেক প্রবাসী রয়েছে ভিসা বাতিল হয়ে যাওয়ার সংঙ্কায়।
নতুন যাত্রীদের চাপের কারণে এই রুটে নিয়মিত যাত্রীরা বিশেষ জরুরী প্রয়োজনে টিকেট আগানো ও পিছানো ক্ষেত্রে পড়তে হচ্ছে বিড়ম্বনায়।

নতুন ভিসায় বিদেশগামী যাত্রীদের স্বজনরা জানান,দেশে বেকারত্বের চাপ কমাতে বিদেশগামী যাত্রীদের মেডিকেল হয়রানি বন্ধ ভিসা প্রসেসিং দ্রুত করার টিকেট সিন্ডিকেট বন্ধে দাবী জানান এবং রিজার্ভ বৃদ্ধিতে প্রবাসী রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঢাকা টু কুয়েত রুটে ভাড়া কমাতে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবী জানান।

সম্প্রতি  নতুন যোগদান করা  কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার এ.কে.এম ফরহাদ  এর কাছে নতুন ভিসায় কুয়েতগামীদের ভিসার মেয়াদ উত্তীর্ণ ও টিকেটে সংকট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন যাত্রীদের চাহিদা বিবেচনায় আমরা অনেক সময় বড় ফ্লাইট পরিচালনা করে থাকি। ঢাকা কুয়েত রুটে যাত্রীদের বাড়তি চাপ থাকলে ট্রাভেল এজেন্সি গুলো যদি বিমানের সেলস ডিপার্টমেন্টে আবেদন বা চাহিদাপত্র দেয় তাহলে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার বিষয়ে বাংলাদেশ বিমান কতৃপক্ষ অবশ্যই সেটা বিবেচনা করে দেখবে।

জাহিদ হোসেন জনি,  কুয়েত