
কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের অধিকার সুরক্ষায় দেশটির বাংলাদেশ দূতাবাস চালু করেছে নতুন ভিসা সত্যায়ন ব্যবস্থা। নতুন ব্যবস্থায় কুয়েতে যাওয়ার আগে শ্রমিকদের নিয়োগকর্তা, আবাসন, কর্মপরিবেশ ও চুক্তিপত্র যাচাই করে ভিসা সত্যায়ন করা হচ্ছে। ফলে প্রবাসীরা প্রতারণা থেকে সুরক্ষা পেতে সক্ষম হবেন।
দূতাবাসের প্রতিনিধি দল সরজমিনে কোম্পানির অবস্থা যাচাই করে সত্যায়িত করছেন। এই প্রক্রিয়ার মাধ্যমে একজন শ্রমিক অন্তত দুই বছরের কর্মসংস্থানের নিশ্চয়তা পাবেন। প্রবাসীরা সময় উপযোগী ও প্রবাসী বান্ধব উদ্যোগ হিসেবে এটিকে যুগান্তকারী হিসেবে অভিহিত করেছেন।
তবে অভিযোগ উঠেছে, কিছু অসাধু দালাল চক্র সত্যায়ন বিহীন ভিসাধারী শ্রমিকদের ঢাকা বিমানবন্দর দিয়ে পাচারের চেষ্টা করছে। প্রবাসীরা দাবি করেছেন, ভিসা সত্যায়ন বাধ্যতামূলক করতে আইনগত কাঠামো তৈরি করা হোক, যাতে বিমানবন্দরেই তা যাচাই করা যায়।
কুয়েতে প্রবাসীরা দূতাবাসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, ভিসা সত্যায়ন ব্যবস্থা স্থায়ী করা হবে এবং আইন করে বাস্তবায়ন নিশ্চিত করা হবে।