
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন বাস্তবায়নে গাজার বেসামরিক নাগরিকদের যুদ্ধবিধ্বস্ত পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পাঠানোর পাঁয়তারা করছে দখলদার বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্রুত গাজা দখলের পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন তিনি। গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সিএনএন।
নেতানিয়াহু জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের স্বপ্ন বাস্তবায়ন করতে চান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, গাজাকে পর্যটন গন্তব্য, মধ্যপ্রাচ্যের 'রিভিয়েরা' হিসেবে গড়ে তোলার আগ্রহ দেখিয়েছিলেন। এ ক্ষেত্রে চটকদার ভাষা প্রয়োগ করেছেন ইসরায়েলি নেতা আরো বলছেন, গাজার বেশিরভাগ মানুষকে উন্নত জীবন দিতে 'ঐচ্ছিক অভিবাসনের' সুযোগ দেবেন তিনি। গাজাবাসীদের গ্রহণ করার জন্য আফ্রিকার কয়েকটি দেশকে ইতোমধ্যে প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু।
ইতোমধ্যে দক্ষিণ সুদানের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছে ইসরায়েল। ২২ মাসের যুদ্ধে গাজার বেশিরভাগ স্থাপনা ধ্বংস হয়েছে। পুরো অঞ্চলটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে মত দিয়েছেন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ বিষয়টি সম্পর্কে অবগত আছেন এমন ছয় সূত্র এপিকে এসব তথ্য সরবরাহ করেছেন। তবে আলোচনার অগ্রগতি সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায়নি।
বিশ্লেষকদের মত, এই উদ্যোগ বাস্তবায়ন হলে এক যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে আরেক যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে স্থানান্তরিত হবেন দুর্ভাগা ফিলিস্তিনিরা। এ যেন ফিলিস্তিনিদের ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায় নিক্ষেপের উদ্যোগ।
সুদান থেকে বিচ্ছিন্ন হওয়ার দীর্ঘ ও রক্তক্ষয়ী সংগ্রাম থেকে ঘুরে দাঁড়ানোর আগেই দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। পাশাপাশি, সুদানেও চলছে সরকারি সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী আরএসএফের তাণ্ডব। সব মিলিয়ে, চরম অস্থিতিশীল অবস্থায় আছে দক্ষিণ সুদান।