
রাজধানীর বনানীতে একটি সিসা বারে কথা-কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহতের নাম রাহাত হোসেন রাব্বি (৩১)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪ টার দিকে বনানী থানার ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাসার ৩৬০ ডিগ্রি সিসা বারের সিঁড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাহাত হোসেন রাব্বি ওই সিসা বার থেকে নামার সময় মুন্না নামে এক যুবকসহ আরও ছয়-সাতজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা রাব্বিকে এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলাকারীরা রাব্বিকে ধারালো চাকু দিয়ে বাম উরুতে তিনটি এবং ডান হাতের কনুইতে একটি গুরুতর জখম করে।
পরে গুরুতর আহতাবস্থায় রাব্বিকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বি মহাখালী হাজারী বাড়ির বাসিন্দা ছিলেন।
ঘটনাস্থলে বনানী থানা পুলিশ রয়েছে। তারা এই হত্যার বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে। হামলাকারীদের ধরতে চলছে পুলিশের অভিযান।
শীর্ষনিউজ