Image description

এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮২ ডেঙ্গু রোগী। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৯৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ১০৩ জনের মৃত্যু হলো।

 
সর্বশেষ মৃত ব্যক্তি খুলনা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বাসিন্দা।

 

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৭০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

 
এনিয়ে এবছর এখন পর্যন্ত ২৩ হাজার ৬৩৩ জন রোগী ছাড়পত্র পেয়েছে।