Image description

মালয়েশিয়ার সাথে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে এই সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়। 

এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহীম।

এর আগে সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টা পুত্রাযায়ায় পৌঁছালে সেখানে পারদানা পুত্রা ভবনে ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী। এ সময় উভয় দেশের জাতীয় সংগীত বাজানো হয়। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সফরকারীদের সঙ্গে সেই দেশের কূটনীতিক ব্যবসায়ী ও অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
 
সোমবার (১১ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেন। ওইদিন বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান কুয়ালালামপুরে অবতরণ করে। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর কোনো দেশের সরকার প্রধান হিসেবে সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গত অক্টোবরে প্রায় এক দশক পর মালয়েশিয়ার সরকার প্রধান বাংলাদেশ সফর করেন।

শীর্ষনিউজ