
হার্টের চিকিৎসার জন্য দীর্ঘ ১০ দিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় রওনা দেন। এ সময় দলের জামায়াত আমিরের গাড়ি বহরে ও রাস্তার দুই পাশে দলের বহু নেতাকর্মী উপস্থিত হন।
এর আগে গত ২ আগস্ট হাসপাতালটিতে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে জামায়াত আমিরের ৪টি ব্লকের বাইপাস করা হয়। বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে সফল এই অপারেশন করা হয়। পরে তিনি ক্রমেই সুস্থ হয়ে ওঠেন।

মঙ্গলবার জামায়াত আমিরের হাসপাতাল ছাড়ার সময় সেখানে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আলহামদুলিল্লাহ, জামায়াত আমির ডা. শফিকুর রহমান ভালো আছেন। তিনি এখন বাসায় যাবেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় আরো দুই সপ্তাহ তার বিশ্রামের প্রয়োজন হবে। তবে এ সময় তিনি আমাদেরকে পরামর্শ দিতে পারবেন। তিন সপ্তাহ পর আবার দেশ-জাতির জন্য সক্রিয় হবেন বলে আমরা আশা করি।
ডা. তাহের বলেন, হাসপাতালে থাকার সময় জামায়াত আমিরকে দেখার জন্য অনেক ব্যক্তি আসেন। সবাইকে দেখার সুযোগ দেয়া সম্ভব হয়নি। সবার প্রতি দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, আমরা জামায়াত আমিরের পক্ষ থেকে দেশবাসীকে সালাম জানাচ্ছি এবং তার সুস্থতার জন্য আরো দোয়া কামনা করছি। তার নেতৃত্বে যাতে একটি পজিটিভ বাংলাদেশ গড়ে তুলতে পারি সেই দোয়াও চাচ্ছি।
প্রেস ব্রিফিংয়ে ইউনাইটেড হাসপাতালের ডা. শহীদ আহমেদ চৌধুরী, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বক্তব্য রাখেন।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা‘ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আব্দুল হালিম ও অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলালম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।