
নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার মাছঘাট এলাকায় অস্ত্র ও বিস্ফোরকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। গ্রেফতার আবু বকর সিদ্দিক লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা।
শুক্রবার ভোরে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২৯টি হাতবোমা, তাজা ও ফাঁকা কার্তুজসহ নিজামকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় বাংলাবাজার মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকতার হোসেন কিরণ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
কোস্টগার্ড জানায়, ভোরে বাংলাবাজার ঘাট থেকে নিজামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাবাজার মাছঘাটে তার আড়তে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৯টি দেশীয় বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি বগি দা এবং ২৯টি হাতবোমা জব্দ করা হয়।
কোস্টগার্ডের দাবি, দীর্ঘদিন ধরে নিজাম মাছ ব্যবসার আড়ালে এই এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ জানান, আবু বকর সিদ্দিককে অস্ত্রসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।