
জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় একাধিক মামলার আসামি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে চাওয়া শ্রমিক লীগ নেতা নাজমুল হক ইমুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি।
আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৪ তাকে গ্রেপ্তার করে। সে ওই এলাকার বাবুল হোসেন ওরফে জসিমের ছেলে এবং জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য।
জানা যায়, নাজমুল হক ইমু ছাড়াও তার পরিবার জাতীয় শ্রমিক লীগের সঙ্গে সংশ্লিষ্ট। জুলাইয়ের গণঅভ্যুত্থানে সরকার পতনের পর গা ঢাকা দেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৫ আগস্ট এক সভায় তার দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়। বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিষোদগার করে বলেন, লন্ডন থেকে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। আশুলিয়ার থানার ওসি আব্দুল হান্নান বলেন, তাকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।