Image description
 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাকরির প্রলোভনে ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণ ও পরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গণধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারকৃত দুই যুবক হলেন—আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পারুয়াপাড়ার এনামুল হক ওরফে রিপন (২৭) এবং বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মো. সাইফুদ্দিন (৩৪)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দক্ষিণাঞ্চলের এক তরুণী সম্প্রতি চাকরির সন্ধানে চট্টগ্রামে তার এক আত্মীয়ের বাসায় আসেন। কর্ণফুলী ইপিজেড এলাকায় গার্মেন্টসে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে গত ৪ আগস্ট সকালে এনামুল হক তাকে বিভিন্ন কারখানায় ঘুরিয়ে আনোয়ারা উপজেলার বোয়ালিয়া এলাকার এক নির্জন স্থানে নিয়ে যান।

 

সন্ধ্যায় একটি পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে তরুণীকে ধর্ষণ করে এনামুল। পরে পারিবারিক অস্থিরতার কথা বলে তাকে ওই এলাকার একটি ঘরে রাতযাপন করতে বলা হয়।

 

পরদিন ৫ আগস্ট ভোরে শহরে ফেরার উদ্দেশ্যে বের হলে, পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা আরও চারজন তরুণীকে একই ঝুপড়ি ঘরে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। অভিযুক্তদের মধ্যে একজনকে চিহ্নিত করা গেলেও বাকিরা এখনও অজ্ঞাত।

তরুণীর চিৎকার ও ৯৯৯-এ ফোন করার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় এনামুলকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়। পরে অভিযান চালিয়ে সাইফুদ্দিনকেও আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “৯৯৯-এ ফোন পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী তরুণী বর্তমানে চিকিৎসা ও আইনি সহায়তা পাচ্ছেন। বাকি অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”