Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের শিক্ষক হতে যাওয়া ২ জন নিয়োগপ্রার্থীর ডোপ টেস্টের ফলাফলে শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি পাওয়া গেছে।  

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব।

তিনি বলেন, গত সোমবার ৪ (আগস্ট) ২ জন নিয়োগ প্রার্থীর ডোপ টেস্ট করা হয়। এতে তাদের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি পাওয়া গেছে।

ডোপ টেস্ট পজিটিভ হওয়া ২ জন প্রার্থী হলেন- গোলাম রাব্বানী, যিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগেরই ৫ম ব্যাচের শিক্ষার্থী। আরেকজন হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. ইমরুল আসাদ।

জানা যায়, গত ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হয়ে নিয়োগ প্রায় চূড়ান্ত হয় ২ জনের। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ম অনুযায়ী ডোপ টেস্ট করলে সেখানে তাদের ফলাফল পজিটিভ পাওয়া যায়। 

এ বিষয়ে জানতে নিয়োগপ্রার্থী গোলাম রাব্বানিকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এ ব্যাপারে নাট্যকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ফাহমিদা সুলতানা তানজি বলেন, আমার হাতে রিপোর্ট এখনো আসেনি আর এ রিপোর্ট বিভাগে আসেনা, এটা রেজিস্ট্রার মহোদয়ের কাছে যায়। যেখানে আমার সিলেক্ট করা দরকার ছিল সেখানে আমি করেছি। আমার স্পষ্ট কথা, তাদের রিপোর্ট যদি পজিটিভ হয় তাহলে প্রশাসন নিয়ম অনুযায়ী যেটা ভালো মনে করে সেটাই করবে। আমরা কিছু বলব না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর যে কোন নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। যাদের ডোপ টেস্ট পজিটিভ আসবে, আমরা তাদেরকে কোন ভাবেই নিয়োগ প্রদান করবো না। এছাড়া আমরা ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার ডোপ টেস্ট করবো।