
পাকিস্তানের ব্যাটসম্যান হায়দার আলীকে যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ অপরাধের তদন্তের আওতায় এনেছে এবং তদন্ত শেষ না আসা পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। যদিও অপরাধের প্রকৃতি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
পাকিস্তান ক্রিকেট দলের যুক্তরাজ্য সফরের সময় সংশ্লিষ্ট ঘটনাটি ঘটেছিল।
এদিকে পিসিবি এক বিবৃতিতে বলেছে, ক্রিকেটার হায়দার আলীর ব্যাপারে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ বর্তমানে একটি অপরাধের তদন্ত পরিচালনা করছে বলে তাদেরকে জানানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, পিসিবি যুক্তরাজ্যের আইনিপ্রক্রিয়াকে সম্পূর্ণরূপে সম্মান করে এবং তদন্তকে যথাযথভাবে পরিচালনা করার অনুমতি দেওয়ার গুরুত্ব স্বীকার করে। সেই অনুযায়ী, পিসিবি হায়দার আলীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং চলমান তদন্তের ফলাফল না আসা পর্যন্ত কার্যকর হবে। আইনিপ্রক্রিয়া শেষ হলে এবং সমস্ত তথ্য যথাযথভাবে প্রতিষ্ঠিত হলে, পিসিবি প্রয়োজনে তাদের আচরণবিধি অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে।
সূত্র : ইএসপিএন ক্রিকইনফো