
রাজশাহীর দুর্গাপুরে বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের গভীর নলকূপ (ডিপ) এর ইলেক্ট্রিক্যাল ত্রুটি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন কণ্ঠশিল্পী ও পৌরসভার ইলেক্ট্রিশিয়ান তরিকুল ইসলাম ওরফে গামছা ডালিম শোকের ছায়া নেমেছে শিল্পাঙ্গন জুড়ে।
৭ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ১২ টার দিকে পৌরসভার শ্রীপুর এলাকার ডিপ সংযোগ মেরামত করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানাযায়, ডিপ টির মিটারে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেটি মেরামতের উদ্দেশ্য লোহার মই ব্যবহার করে ডিপের ছাঁদে উঠেছিলেন ডালিম। সংযোগ মেরামত শেষে, মই-টি নিচে নামাতে গেলে হাইভোল্টেজ সংযোগ তারের সঙ্গে লেগে শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলে মারা যায় কণ্ঠশিল্পী গামছা ডালিম। তিনি দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের আয়ূব আলীর ছেলে। কণ্ঠশিল্পী আকাল মৃত্যুতে ভক্ত, সহকর্মীরা স্মৃতিচারণ করে সামজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে।
জানা যায়, গামছা ডালিম স্টেজ পারফর্মের পাশাপাশি, বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করতেন। তার সুরের যাদুতে সারাদেশে অসংখ্য ভক্ত অনুসারীরা রয়েছে।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি দুরুল (হোদা) জানান, একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে। পরিবারের আবেদন ও কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।