
আগামী ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সম্মেলন উপলক্ষে গঠিত মিডিয়া সেল উপকমিটি সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় রাজশাহী জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মিডিয়া সেল উপকমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।
মিলন বলেন, ২০০৯ সালে মহানগর বিএনপির এমন সম্মেলন হয়েছিল। তাই এই সম্মেলন হবে উৎসবমুখর। এই সম্মেলন মিলনমেলায় পরিণত হবে। নগরের সাংগঠনিক সাতটি থানা ও ৩৫টি ওয়ার্ডের সকল কাউন্সিলর ও ডেলিগেটেডসহ সব নেতাকর্মী যোগ দেবেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, বিগত দিনের সব ভেদাভেদ ভুলে বিএনপি এখন এক কাতারে। এ সম্মেলনে সাবেক-বর্তমান, সিনিয়র-জুনিয়র সবাই উপস্থিত থাকবেন। কোনো ভেদাভেদ থাকবে না।
সংবাদ সম্মেলনে নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানার সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, নগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, বর্তমান আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম সমাপ্তসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।